জুরাইন ফুটবল একাডেমীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি:
এক জমকালো আয়োজনের মধ্যে দিয়ে – শনিবার ৩ ফেব্রুয়ারি রাত ৮ ঘটিকার সময় – ঢাকা জুরাইন ফুটবল একাডেমীর আয়োজনে ধোলাইপাড় সাউদ কিং চাইনিজ রেস্টুরেন্টে – জুরাইন ফুটবল একাডেমীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা৪ সংসদীয় এলাকার নির্বাচিত সংসদ সদস্য ড. আওলাদ হোসেন, এসময় পরিচিতি সভায় বক্তারা খেলার মাঠের প্রয়োজন বিষয়ে আলোচনা রাখেন – ঢাকা৪ এর সংসদ সদস্য ড. আওলাদ হোসেনের নিকট।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, এড. ফারুক হোসেন
উপস্থাপনা করেন, টিটু আকরাম, এছাড়া উপস্থিত ছিলেন, ৫৮নং ওয়ার্ড কাউন্সিলর সফিকুর রহমান সাইজুর
জুরাইন ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা – হাফিজুর রহমান মিতুর পরিবার বর্গ, জুরাইন ফুটবল একাডেমীর ক্রীড়া সম্পাদক – সোহাগ দেওয়ান, জাগরণী ক্রীয়া চক্রের প্রতিষ্ঠাতা – সাজ্জাত হোসেন, রত্না শেখ তেতুলতলা মাঠ আন্দোলনকারী সমন্বয়ক, মোঃ হুমায়ুন কবির সুমন, যুগ্ম সম্পাদক, বাপা ও সহ- সমন্বয়ক গ্রীন ভয়েস।
তাছাড়া উক্ত পরিচিতি সভায় গণ্যমান্য বক্তিগনরা উপস্থিত ছিলেন, পরিচিতি সভার সমাপ্তিতে নৈশ্য ভোজের আয়োজন করা হয়ে থাকে।