রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অবৈধভাবে চাল মজুদ করে রাখার অপরাধে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ০৩টি প্রতিষ্ঠানকে ০৩ লক্ষ টাকা জরিমানা।
দূর্নীতির সন্ধান – প্রতিবেদক:
১৩ ফেব্রুয়ারি সকাল ০৮:০০ ঘটিকা হতে দুপুর ১৩:৪৫ ঘটিকা পর্যন্তর র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে।
এ সময় বিএসটিআই ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় অবৈধভাবে চাল মজুদ করে রাখার অপরাধে ০৩টি প্রতিষ্ঠানে সর্বমোট ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা প্রদান করেন।
যার মধ্যে ১। মেসার্স বিসমিল্লাহ এন্টার প্রাইজ’কে নগদ- ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, ২। মেসার্স মোরাদ ট্রেডার্স’কে নগদ- ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ও ৩। মেসার্স মামুন রাইস এজেন্সী’কে নগদ- ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা করে জরিমানা করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে চাল মজুদ করে করে আসছিল। এই অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে চাল মজুদ করে রাখার কারণে বাজারে চালের দাম বৃদ্ধিতে ব্যাপক প্রভাব সৃস্টি করতো। পরবর্তীতে তারা উক্ত মজুদকৃত চাল নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বাজারে বিক্রি করে আসছিল বলে জানা যায়।