সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৩ অপরাহ্ন

শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে সং”ঘ””র্ষে  জামালপুরে আ-হ-ত ২ 

মো:এমদাদুল হক(জামালপুর প্রতিনিধি)  / ৫০ বার পঠিত
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ১:৫৮ অপরাহ্ন

শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে সং”ঘ””র্ষে  জামালপুরে আ-হ-ত ২

জামালপুরে শহিদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে সং”ঘ”র্ষে দুইজন আ-হ-ত

ঘটনাটি ঘটে জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নে। জানা যায় আবু সাঈদ শান্ত নামের এক ছেলের ছু-রি-কা-ঘা-তে পারভেজ হাসান (২৮) ও এমএ তাহের রহমান (২৫) নামে দুইজন আহত হয়েছেন। এলাকাবাসীর কাছ থেকে জানা যায় তারা সহোদর দুই ভাই।

ঘটনাটি সংঘঠিত হয় ২১শে ফেব্রুয়ারী  সকালে ঘোড়াধাপ ইউনিয়নে।

এলাকাবাসী জানান, জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ভারুয়াখালী এমএন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহিদ মিনারে ভাষা শহিদদের  শ্রদ্ধা নিবেদনের আয়োজন  করা হয়।

ঘোড়াধাপ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ শান্তর নেতৃত্বে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। তাদের শ্রদ্ধা নিবেদনের পর ওই বিদ্যালয়ের নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীরা শহিদ বেদিতে ফুল দিতে গেলে ছাত্রদল নেতারা বাধা দেয়।

স্থানীয় ব্যবসায়ী পারভেজ হাসান শিক্ষার্থীদের ফুল দিতে ছাত্রদল নেতাদের বাধাদানের ব্যাপারে নিষেধ  করেন। এতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান (২৫) ও সাধারণ সম্পাদক আবু সাঈদ শান্তর (২৪) সঙ্গে পারভেজ হাসানের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আবু সাঈদ শান্ত উত্তেজিত হয়ে পারভেজ হাসানের ওপর হামলা করেন।

পারভেজের ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এমএ তাহের রহমান বাধা দিতে গেলে পারভেজ ও তাহেরকে ছুরিকাঘাতে আহত করেন  শান্ত। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল নিয়ে যান। পরে গুরুতর আহত হওয়ায় পারভেজকে  ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

আ-হ-ত পারভেজ হাসান ও এমএ তাহের রহমান ঘোড়াধাপ ইউনিয়নের কটারবাড়ী এলাকার সাইদুর রহমানের ছেলে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, ঘটনাটি জানতে পেরেছি কিন্তু এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Theme Design By Shahidul Islam