নীলফামারীর সৈয়দপুুরে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন গ্রেফতার।
মোঃ মাসুদুর রহমান
সৈয়দপুর (নীলফামারী) প্রতিবেদক
নীলফামারীর সৈয়দপুরে ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ সামসাদ (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সরদারপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবিব তাকে আটক করেন।
আটক সামসাদ সৈয়দপুর পৌরসভার বাঁশবাড়ী টালি মসজিদ এলাকার মৃত কমর উদ্দিনের ছেলে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম সত্যতা নিশ্চিত করে বলেন, আটক সামসাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।