সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন

রাজধানীর শ্যামপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬

রিপোর্টারের নাম : / ৪৬ বার পঠিত
আপডেট টাইম : শনিবার, ১১ মে, ২০২৪, ৯:৫৫ পূর্বাহ্ন

রাজধানীর শ্যামপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬

বিশেষ সংবাদদাতা:

ঢাকা: রাজধানীর শ্যামপুর থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে শ্যামপুর মডেল থানা ডিএমপি ঢাকা।

শুক্রবার দিবাগত রাতে রাজধানীর শ্যামপুর থানাধীন এলাকায় ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে শ্যামপুর মডেল থানা পুলিশ। ঘটনায় জড়িত আসামীগণ সক্রিয় ডাকাত দলের সদস্য। ঘটনার দিন ভোর ০৩:১০ ঘটিকায় আসামীগণ পূর্ব পরিপরিকল্পিতভাবে শ্যামপুর থানাধীন শ্যামপুর খানাধীন ঢাকা মাওয়া এক্সপ্রেস ওযের ঢাকা আউট গোয়িং রোডস্ক পোস্তগোলা ব্রীজের ঢাল পাকা রাস্তার উপর ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়।

গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন- মো:বাদশা মিয়া (৩৭)পিতা -আজিজ সরদার স্থায়ী ঠিকানা, থানা বনোয়ারী পাড়া জেলা বরিশাল বর্তমানে জিমখানার মাঠ বৌ বাজার নারায়ণগঞ্জ সদর নারায়ণগঞ্জ।মো:সুমন(৩০)পিতা -সাইফুল ইসলাম স্থায়ী ঠিকানা খৈউনি বিন্নাচাপড় থানা শিবগঞ্জ জেলা বগুড়া। মো:সানি (২৫) পিতা -মো:দুলাল প্রামানিক স্থায়ী ঠিকানা খিয়ার ভুগোইল থানা কাহালু জেলা বগুড়া। মো:এশাদুল (৪৫) পিতা -আবেদ আলী স্থায়ী ঠিকানা গাজীপুর সাং নান্দুয়াইন সদর থানা জেলা গাজীপুর। মো:আমিনুল ইসলাম (৩০) পিতা -হাজী মো:বিল্লাল হোসেন স্থায়ী ঠিকানা সিংপাড়া বেরতলী থানা শ্রীনগর জেলা মুন্সিগঞ্জ মো:রবিউল আলম সরদার (৩৫) পিতা -মৃত জিলাল সরদার স্থায়ী ঠিকানা রেহাই দুর্গাপুর থানা দৌলতপুর জেলা মানিকগঞ্জ, থানা বর্তমানে বোধাইল সোহরাবের বাড়ীর ভাড়াটিয়া থানা আশুলিয়া জেলা ঢাকা। মো:সাগর @ছগির (৪৭) পিতা অজ্ঞাত স্থায়ী অজ্ঞাত থানা,জেলা অজ্ঞাত।

এসময় ডাকাত দলের সদস্যদের নিকট হইতে উদ্ধার করা হয়, ১টি ভোল্ট কার্টার, ০২টি ষ্টিলের কার্টার, ০৩টি ছোট টর্চ লাইট, ০১টি টর্চ লাইট, ০১টি পিকআপ।

এসআই সাকিব হোসেন তার উল্লেখিত সংবাদের ভিত্তিতে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে, তাহাদের নির্দেশ মোতাবেক এসআই সাকিব হোসেন তার সঙ্গীয় ফোর্স এবং থানা এলাকায় হোন্ডা মোবাইল-৪২১ ডিউটিরত এসআই/মোঃ তোরগুল হাসান সোহাগ ও তাহার সঙ্গীয় এএসআই/মোঃ মুকুল শেখ এবং কং/২৬৪৪৯ মোঃ অলিউল্লাহদের সহ রাত্রি ০৩:৪০ ঘটিকার সময় শ্যামপুর থানাধীন পোস্তগোলা ব্রীজের ঢালে পাকা রাস্তার উপর হইতে ডাকাত দলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানাযায়, আসামীসহ পলাতক আসামীরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
তাহারা ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় ডাকাতি করে বলে স্বীকার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Theme Design By Shahidul Islam