দিলকুশা ও মতিঝিল বাণিজ্যিক এলাকায় হকার উচ্ছেদ অভিযান
রাজধানীর কেন্দ্রবিন্দু দিলকুশা ও মতিঝিল বাণিজ্যিক এলাকায় হকার উচ্ছেদ অভিযানে ফুটপাত সম্পূর্ণ পরিস্কার করে দিয়েছে মতিঝিল ট্রাফিক বিভাগ।
ট্রাফিক মতিঝিল বিভাগ উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসানের এর নির্দেশনায় এডিসি ট্রাফিক মতিঝিল বিভাগের তত্বাবধানে (দিলকুশা ও মতিঝিল বাণিজ্যিক এলাকা) ২৪ তলা ক্রসিং থেকে শুরু করে জনতা ব্যাংক , বক চত্বর, কৃষি ব্যাংক, শিল্প মন্ত্রণালয়, পূবালী পেট্রোল পাম্প, পূবালী ব্যাংক হয়ে বিসিআইসি ভবন পর্যন্ত অপরদিকে মেট্রো রেলস্টেশন মতিঝিল থেকে দৈনিক বাংলা ক্রসিং পর্যন্ত রাস্তার উভয় পাশে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদ করা হয়।
রাস্তা জনগণ ও যান চলাচলের জন্য শতভাগ উন্মুক্ত রাখতে এমন অভিযান পরিচালনা করা হয় এবং পরবর্তীতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। রাস্তা দখলমুক্ত হওয়ায় অত্র এলাকার রাস্তা ব্যবহারকারীগণ ট্রাফিক মতিঝিল বিভাগ সহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।
ট্রাফিক মতিঝিল বিভাগ সকল শ্রেণী পেশার মানুষকে ট্রাফিক শৃংখলা ও আইন মান্যতার সংস্কৃতি লালন ও পালন করার অনুরোধ জানাচ্ছে।