সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন

শান্তিপূর্ণ ভাবে শেষ হলো গলাচিপায় ৬ষ্ঠ উপজেলা নির্বাচন, বিজয়ী আনারস প্রার্থী

বিশেষ প্রতিনিধি : মু. জিল্লুর রহমান জুয়েল, (পটুয়াখালী)। / ৩৫ বার পঠিত
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ১২:২৩ অপরাহ্ন

শান্তিপূর্ণ ভাবে শেষ হলো গলাচিপায় ৬ষ্ঠ উপজেলা নির্বাচন, বিজয়ী আনারস প্রার্থী

বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো পটুয়াখালীর গলাচিপা উপজেলার দ্বীতৃয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন।

উৎসুক ভোটারদের অংশগ্রহণে ২১ মে মোঙ্গলবার শনিবার সকাল ৮ থেকে মোট ৮০’টি ভোট কেন্দে বিকাল ৪’টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

এতে ওয়ানা মার্জিয়া নিতু ( আনারস) প্রতিকে ৪৫ হাজার ৪’শত ৪৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন, তার প্রতিদন্দি মো: শাহিন (ঘোরা) প্রতিক নিয়ে ২৯ হাজার ৮’শত ৯৭ ভোটে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে অংশ গ্রহন করেন।

অপর দিকে মোঃ ফরিদ আহসান কচিন ( উড়ো জাহাজ) প্রতিক নিয়ে ৪১ হাজার ৮’শত ৭৩ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান হিসেবে বেসরকারি ভাবে বিজয়ী হন। তার প্রতিদন্দি প্রার্থী মোঃ রেজাউল কবির মোল্লা (তালা) প্রতিক ২’হাজার ৭’ শত ৩০ ভোট, মোঃ রিফাত হোসেন ( টিউবওয়েল) প্রতিকে ২৫ হাজার ৭’শত ৬৯ ও মোঃ নিজাম উদ্দিন তালুকদার ( চশমা প্রতিকে ৩ হাজার ৬’শত ১৩ ভোট পান।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার ফুট প্রতিক নিয়ে ৩১ হাজার ৮’ শত ৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হন, তার প্রতিদন্দি প্রার্থী শিরিন নাহার আক্তার ( ফুলের টব) প্রতি’কে ৯ হাজার ৪’ শত ৫২, ও হেলেনা বেগম (কলস) প্রতিক নিয়ে মোট ৩১ হাজার ৩’শত ৩৩ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদন্দিতা করেন। মোঙ্গলবার গলাচিপা উপজেলা পরিষদ মিলনায়তন হলে সকল কেন্দ্রে থেকে সর্ব শেষ ফলাফল পেয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম এ ফলাপল ঘোষনা করেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Theme Design By Shahidul Islam