সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন

মাগুরার শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন 

মিরাজ শেখ - মাগুরা / ৩৪ বার পঠিত
আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ১:২৩ অপরাহ্ন

মাগুরার শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন 
মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সোমবার দুপুরে দুপুরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল কাদের প্রধান অতিথি হিসেবে এ কৃষি মেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. ইয়াসিন আলী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, কৃষক প্রমথ কুমার প্রমুখ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতরিক্তি উপ-পরচিালক বিষ্ণুপদ সাহা, থানার ওসি (তদন্ত) গৌতম ঠাকুর, প্রকল্প বাস্তবায়ন র্কমর্কতা কোহিনুর জাহান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু। উদ্বোধনী অনুষ্ঠানে ১০ টি স্টলে কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফসলের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ স্টলসমূহ পরিদর্শন করেন। বক্তারা তাদের বক্তব্যে বিভিন্ন ফসল উৎপাদনের নিয়মাবলী নিষয়ে আলোচনা করেন। সেই সঙ্গে পুষ্টিকর বিভিন্ন ফসল চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে বিনামূল্যে  গ্রীষ্মকালীন পেঁয়াজ, ধান ও সার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Theme Design By Shahidul Islam