রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন

শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যাল স্মারকলিপি প্রদান

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি / ৩৯ বার পঠিত
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৭:৩৫ অপরাহ্ন

বালিয়াডাঙ্গীর শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের অনার্স শাখার শিক্ষক/ কর্মচারীদের মানব বন্ধন কর্মসূচি পালন ও ইউএনর নিকট স্মারকলিপি প্রদান।
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের অনার্স শাখার শিক্ষক/ কর্মচারীদের পদ সৃজন এর দাবিতে মানব বন্ধন কর্মসূচি পালন করে।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুর ১২টায় বালিয়াডাঙ্গী চৌরাস্তার শহীদ মিনারের সামনে ভুক্তভোগী শিক্ষক, কর্মচারীরাসহ শিক্ষার্থীরা পদ সৃজন বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের পদ সৃজন প্রত্যাশী ‘জোট’ সংগঠনের ব্যানারে এ কর্মসূচি শুরু করেন তারা।
কর্মসূচিতে শতাধিক শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানব বন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য আন্দোলনকারীর শিক্ষক সমন্বয়ক মামুন কায়সার বলেন, সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় শিক্ষক ও কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ জানাই যে, গত ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি অত্র মহাবিদ্যালয়টি জাতীয়করণ করা হয়।
অত্যন্ত দুঃখের বিষয় অত্র কলেজের উচ্চ মাধ্যমিক শাখার ৩২ জন শিক্ষক ও কর্মচারীর পদ সৃজন দেওয়া হলেও অদৃশ্য অপশক্তির ষড়যন্ত্রের কারণে অত্র কলেজে অনার্স শাখার ৫৩ জন শিক্ষক ও কর্মচারীর পদ সৃজন ঝুলিয়ে রাখা হয়েছে।
এমতাবস্থায় প্রতিষ্ঠানের অনার্স শাখায় অচলাবস্থা বিরাজ করছে যাহা যে কোনো সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে হতাশাজনক।
তিনি আরো বলেন, শিক্ষকরা জানান, দীর্ঘ কয়ক বছর পেরিয়ে গেলেও সরকারি এমপিওভুক্ত ৫৩ শিক্ষক-কর্মচারীরা সরকারের পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
ইতি পূর্বে শিক্ষক আন্দোলনের মুখে বালিয়াডাঙ্গী শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় জাতীয়করণ করা হয়। কিন্তু ৫৩ শিক্ষক কর্মচারীর এযাত পদ সৃজন জাতীয়করণ না হওয়ায় আমাদের পরিবারকে নিয়ে মানবেতর দিন যাপন করতে হচ্ছে।
এক পর্যায়ে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা পদ সৃজন বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ প্রত্যাশী দাবী আদায়ের জন্য জোট’ সংগঠনের ব্যানারে এ কর্মসূচি শুরু করতে বাধ্য হয়ে মাঠে নামেছি।
মানব বন্ধনকারী শিক্ষকরা উল্লেখ্য করেন, দীর্ঘ কয়ক বছর পেরিয়ে গেলেও সরকারি এমপিওভুক্ত ৫৩ শিক্ষক-কর্মচারীরা সরকারের পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
ইতি পূর্বে  শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে তৎকালিন সরকার বালিয়াডাঙ্গী শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় জাতীয়করণ করেন। কিন্তু ৫৩ শিক্ষক কর্মচারীর এযাৎ পদ সৃজন জাতীয়করণ না হওয়ায় তাদের পরিবারকে নিয়ে মানবেতর দিন যাপন করছেন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান সমন্বয়ক মামুন কায়সার, সংগঠনের অন্যতম শিক্ষক নেতা- পানজাব আলী, আশরাফুল আবেদীন, কামরুজ্জামান, হারুন অর রশিদ, মামুনুর রশিদ, লাইলুন নাহার, নাসরিন আক্তার প্রমুখ।
সংগঠনের সংশ্লিষ্টরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাবেন।
পরে মানব বন্ধনকারী শিক্ষক, কর্মচারীর প্রধান সমন্বয়ক মামুন কায়সারের নেতৃত্বে ভোক্তভোগী শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা মিলে দাবী আদায়ের জন্য বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ এর অফিস কার্যালয়ে গিয়ে তাহার নিকট স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Theme Design By Shahidul Islam