গলাচিপায় স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবীতে মানববন্ধন
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় নদীবেষ্টিত চর অঞ্চলের চরকাজল ও চর বিশ্বাস ইউনিয়নে জান- মাল নিরাপত্তার নিশ্চিত এবং স্থায়ী ভাবে পুলিশ ফাঁড়ি দেয়ার দাবীতে ২৭ আগষ্ট মোঙ্গলবার বিকাল ৫ টার সময়ে শেষ বিকালে শক্র-বাড়িয়া বাজারে প্রায় পাঁচ শতাধিক বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশ গ্রহনে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময়ে শিশু, বিভিন্ন বয়সের কৃষকগোষ্ঠী, নারী, কিশোরী, স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যাবসয়ীরা মানববন্ধনে অংশ গ্রহন করেন।
এসময়ে তারা বলেন, বিগত ২০২০ সাল থেকে শহর বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলের দুই ইউনিয়নে প্রায় ১ লাখ ১৫ হাজার জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে শক্রবারিয়া বাজারে একটি পুলিশ ফাঁড়ি দেয়া হয়েছিলো, যার কারনে, এই চর-অঞ্চলে মাদক, খুন, লুটাতারাজ, ইফটিজিং, শ্লীলতাহানী, মাদক বিস্তার তুলনা হারে কম ছিলো। কিন্তু গত ৫ আগষ্ট বিগত সরকার পতনের পর, পুলিশ ফাঁড়ি পত্যাহার করার পর থেকে চর অঞ্চলে প্রতিনিয়ত’ই অপকর্ম খুন, লুটাতারাজ, হুমকি ধামকি, মাদকের বিস্তার বেড়ে’ই চলছে। তাই, জনসাধারণের জানমাল নিরাপত্তার নিশ্চিত করাতে বর্তমান সরকার ও পটুয়াখালী জেলা পুলিশ সুপার এর কাছে চরকাজল ইউনিয়নে স্থায়ী ভাবে পুলিশ ফাঁড়ি রাখার দাবী করেন।
মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন, স্থানীয় সমাজ সেবক, পুলিশ ফাঁড়ির উদক্ত্য ও জমিদাতা মোঃ কাজী আলাউদ্দিন, সহ স্থানীয় বিভিন্ন গনমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া এসময়ে বিভিন্ন গণমাধ্যম বৃন্দরাও উপস্থিত ছিলেন।
এবিষয়ে পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোঃ মাঈনুল হাসান, মুঠোফোনে জানান, গুরুত্বসহকারে বিষয়টি দেখা হচ্ছে, শীঘ্র’ই ব্যবস্থা গ্রহন করা হবে।