সাবেক সংসদ এস এম শাহাজাদা সহ ৮ জনের বিরুদ্ধে মামলা।
মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী।
পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য এস এম শাহাজাদা (সাজু) সহ আট জনের বিরুদ্ধে পটুয়াখালী দ্রুত বিচার আদালতে মামলাটি দায়ের করেন দশমিনা উপজেলার খারিজা বেতাগি গ্রামের বাসিন্দা মোঃ আশ্রাফ মৃধা।
মামলার এজহারে বাদী উল্লেখ করেন, এস এম শাহাজাদা এবং তার চাচাতো ভাইদের নেতৃত্বে স্থানীয় ক্যাডার বাহিনী ২০২৩ সালের ১২ ডিসেম্বর বাদীকে গুরুতর আহত করে এবং তার দুইটি মোটর সাইকেল ও বাড়ি-ঘর ভাঙচুর করে। পরবর্তীতে, ২০২৪ সালের ৯ এপ্রিল ধারালো অস্ত্রসহ আসামিরা দক্ষিন আদমপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন তার ভাড়াটিয়া বাড়িতে হামলা করে এবং তাহাকে কালো কাপড়ে চোখ বেধে অজ্ঞত স্থানে নিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দেয়া না হলে বাদীকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে। অতপর এককালীন নগদ ৩৫ হাজার টাকার বিনিময় তাকে মুক্তি দেয়া হয়।
এ মামলার আসামিরা হলেন, পটুয়াখালী-৩ আসনের দুইবারের সংসদ সদস্য এস এম শাহাজাদা, ও তার বাবা লুৎফর রহমান, তিন চাচাতো ভাই সেলিম সরদার, মোঃ সুমন সরদার এবং মোঃ সোহাগ সরদার।
এছাড়া অন্য তিন আসামিরা হলেন, বেতাগী সানকিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিপন হাওলাদার, একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাহিন মৃধা ও ওয়ার্ড যুবলীগের সদস্য মোঃ রুবেল মৃধা। অজ্ঞাতনামা আরো ২০/৩০ জনকে আসামি করা হয়।