জামালপুরে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্যয় আক্রান্তদের জন্য ত্রান তহবিল সংগ্রহ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১ সেপ্টেম্বর রবিবার শফি মায়ার বাজার সংলগ্ন বিকাল ৪ ঘটিকায় জেলা বিএনপির পার্টি সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুরে বিএনপির বিশাল ঐতিহাসিক জমায়েতে বিপুল সংখ্যক মানুষের জমায়েত হয়। শহর বিএনপির সভাপতি ও জেলা বি এন পির সহঃ সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক শহিদুল হক খান দুলাল, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক আহসানুজ্জামান রুমেল, লোকমান হোসেন রিটন প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। তিনি বলেন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, কার ও উসকানির ফাদে পা দেওয়া যাবে না। প্রায় ১৭ বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের প্রায় সকল নেতাকর্মীদের নামে মামলা হামলা হয়েছে, জেল খেটছে অসংখ্য নেতাকর্মী। তারা বাড়িতে ঘুমাতে পারে নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্যাগেের বিনিময়ে স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে গেলেও তার দোষরেরা এখনো বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। ছাত্র জনতার ত্যাগের কথা আমাদের ভূলে গেলে চলবে না।