সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন

শরীয়তপুরের ধানুকায় বিএনপির অফিস উদ্বোধন

বিশেষ সংবাদদাতা / ২৯ বার পঠিত
আপডেট টাইম : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩২ অপরাহ্ন

শরীয়তপুরের ধানুকায় বিএনপির অফিস উদ্বোধন করলেন সাবেক এমপি নাসির উদ্দীন কালু।

শরীয়তপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে ধানুকা এলাকায় এ অফিস উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু।

বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, পৌরসভা বিএনপির সভাপতি এ্যাড. লুৎফর রহমান ঢালী, সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা, সমাজ সেবক নুরুল হক খান, জেলা যুবদল নেতা এ্যাড. মৃধা নজরুল কবির, আলী আহম্মেদ মোল্লা, ডামুড্যা উপজেলা যুবদলের সভাপতি উজ্জ্বল সিকদার, শরীয়তপুর পৌরসভা যুবদলের সভাপতি ডিএম কামাল হোসেন, এ্যাড. লোকমান হোসাইন, এ্যাড. মিজানুর রহমান খান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইলোরা হাওলাদার, জেলা যুবদল নেতা কুদ্দুস সরদার।

এসময় উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরু মাদবর, সাধারণ সম্পাদক রাসেল সরদার, সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি এসএম শওকত, যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার মোল্লা সহ দলীয় বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, যুবদল নেতা মো. জামাল ঢালী, ফারুক বেপারী, ছাত্রদল নেতা জনি খান, যুবদল নেতা হাসেম সরদার, ইয়াসিন সরদার, রুবেল মোল্লা, মনির মাল, শাহিন, খলিল সরদার, মাইনুদ্দিন, কামাল, ফারুক ঢালী, সাইদুল সরদার, রুবেল সরদার প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Theme Design By Shahidul Islam