সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন

গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালী ও সভা অনুষ্ঠিত

মু. জিল্লুর রহমান জুয়েল, (পটুয়াখালী)। / ২০ বার পঠিত
আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৪:০৫ অপরাহ্ন

গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালী ও সভা অনুষ্ঠিত।

“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান এঁর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তববায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস এর সঞ্চালনায় আরো উপস্থিত থাকেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো.আশাদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.জহিরুন্নবী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আকরামুজ্জামান,
প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন,
জনস্বাস্থ্য প্রকৌশলী মো.আব্দুর রহমান,উপ সহকারী প্রকৌশলী এসএম আসাদুজ্জামান আরিফ,ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.কামাল হোসেন,ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, চিকনিকান্দি ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ ও সিপিপি ইউনিয়ন টিম লিডার মো.দেলোয়ার, সাংবাদিক মু. জিল্লুর রহমান জুয়েল প্রমুখ। এছাড়া সরকারি কর্মকর্তা,সিপিপি সদস্য, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Theme Design By Shahidul Islam