সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রদর্শনী ও আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

মু. জিল্লুর রহমান জুয়েল, (পটুয়াখালী) / ২৬ বার পঠিত
আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ১২:০৭ অপরাহ্ন

গলাচিপায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রদর্শনী ও আলোচনা সভা বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রদর্শনী ও আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত।

“স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্যের আলোকে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের ও যৌথ আয়োজনে ১৫ই অক্টোবর মঙ্গলবার সকাল দশটায় উপজেলা কমপ্লেক্স এক বর্ণাঢ্য রেলি, শিক্ষার্থীদের হাত ধোয়া, বিভিন্ন নিয়ম ও সঠিকভাবে করণীয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাসিম রেজা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাহবুব হাসান শিবলী, গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু, গোলখালী, ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন ও ব্রাকের জেলা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন। সভায় বিশ্ব হাত ধোয়া দিবসে সার্বিকভাবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন। সভায় সভাপতি বলেন সচেতন মানুষের চেয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বস্তি এলাকা সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে এই ধরনের হাত ধোয়া কর্মসূচি করতে পারলে সমাজ ও জনসাধারণ বেশি উপকৃত হবে বলে মনে করি।

উল্লেখ্য, বিশ্ব হাতধোয়া দিবস বিশ্ব ব্যাপী জনসচেতনতা তৈরী ও উদ্বুদ্ধ করনের জন্য একটি প্রচারণামূলক দিবস। প্রতি বছর ১৫ অক্টোবর তারিখে বিশ্ব ব্যাপী এটি পালিত হয়ে থাকে। জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরী করার উদ্দেশ্যে এই দিবসটি পালিত হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Theme Design By Shahidul Islam