গলাচিপায় ফায়ার সার্ভিস এর সহযোগীতায় অক্ষত অবস্থায় শিশু উদ্ধার।
মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী।
পটুয়াখালীর গলাচিপা পৌর সভার নয় নম্বর ওয়ার্ডে আবাসিক এলাকা থেকে ৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুর সারা বারোটার সময়ে গলাচিপা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর একটি ইউনিট ভবনে আটকে পরা এক শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
জানা যায়, শিশুটি তার নিজের ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলে, পরে আর খুলে না পারায়, পরিবারের আত্ম চিৎকারে আশা পাশের লোকজন জরো হয়। পরে গলাচিপা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স একটি ইউনিট খবর পেয়ে ঘটনা স্থলে পোঁছান। পরে চার তলা ভবনের দ্বিতীয় তলার বাহিরের জানালা কেটে শিশুটি কে উদ্ধার করেন ফায়ার সার্ভিস এর অভিজ্ঞ কর্মীবৃন্দারা।
এ বিষয়ে স্টেশন অফিসার কামাল হোসেন বলেন, আমাদের কাছে একটি শিশু ভাবের ভিতরে আটকে পরার খবর আসলে, আমরা দ্রুততার সাথে একটি রেসকিউ টিম ঘটনাস্থলে পৌঁছে ব্রাক অফিস সংলগ্ন এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলা থেকে একটি শিশু বাচ্চাকে উদ্ধার করি।
পরে স্থানীয়দের সহযোগীতায় শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করেন বলে স্টেশন অফিসার মোঃ কামাল হোসেন জানানা।
উদ্ধার হওয়া শিশুটির পরিবারের সাথে কথা বলে জানা যায়, শিশুটি অসাবধানতার বসে ঘরের ভিতরে ঢুকে (সিটকানি) বা গেইট লক করে দেয়, পরিবর্তে খুলতে না পারায় কান্নাকাটি শুরু করে, এক পর্যায়ে আমরাও দিশেহারা হয়ে পরি, এসময়ে স্থানীয়দের সহয়তায় গলাচিপা ফায়ার সার্ভিস এর কর্মীবৃন্দারা এসে বাহিরে জানালা কেটে আমাদের শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এসময়ে গলাচিপা ফায়ার সার্ভিস কর্মীবৃন্দদের আন্তরিক ধন্যবাদ জানান।