মসজিদের জায়গা দখল করে ক্লাব নির্মাণের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার।
শরীয়তপুরের নড়িয়াতে মসজিদের জায়গা দখলে নিয়ে বিএনপির ক্লাব করার অভিযোগের সত্যতা মেলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রেজাউল হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান।
এর আগে ৩১ অক্টোবর রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) কাজী আব্দুল্লাহ আল-মামুন সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে স্বেচ্ছাসেবক দল শরিয়তপুর জেলা শাখার সহ-সভাপতি রেজাউল হাওলাদারকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। এছাড়া দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হলো। সিদ্ধান্তটি গ্রহণ করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান।
স্থানীয় সূত্র জানায়, নড়িয়ায় শতবর্ষী ঘড়িষার বাজার জামে মসজিদের জায়গার একটি পরিত্যক্ত দোকান ঘর ভেঙে ঘড়িষার ইউনিয়ন বিএনপির ক্লাব তৈরি করে দখলে নেওয়ার অভিযোগ ওঠে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রেজাউল হাওলাদার ও তার অনুসারীদের বিরুদ্ধে। মসজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহমেদ দাবি করেন ক্লাবটি তৈরির জন্য তার থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি।
আর অন্যদিকে রেজাউল হাওলাদার দাবি করেন, মসজিদ কমিটির উপদেষ্টাদের সঙ্গে ক্লাব তৈরি এবং মাসিক ভাড়ার বিষয়ে কথা বলেছেন তিনি।
এরপর বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে ২৪ অক্টোবর বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি স্বেচ্ছাসেবক দলের নজরে এলে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রেজাউল হাওলাদার বলেন, আমি এমন কোনো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি। এছাড়া বহিষ্কারের বিষয়ে কাগজ পাইনি। তাই এ বিষয়ে বলতে পারছি না।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান বলেন, রেজাউল হাওলাদার মসজিদের জায়গায় একটি ক্লাব উঠিয়েছিলেন। ঘটনার সত্যতা পাওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।