গলাচিপায় ১৭টি কাছিম উদ্ধার ;পাচারকারীকে ১ বছরের কারাদন্ড।
পটুয়াখালীর গলাচিপায় বন্যপ্রানী উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। আব্দুল্লাহ আস সাদিক (বন্যপ্রাণী পরিদর্শক, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট) এর তথ্য ও সার্বিক তত্বাবধানে এবং উপকূলীয় বন বিভাগ পটুয়াখালী’র গলাচিপা রেঞ্জ অফিসার জনাব মো: জাহাঙ্গীর হোসেন এর সহযোগিতায় পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বন্যাতলী খেয়াঘাট থেকে আনুমানিক সকাল ৭ টার দিকে এক কাছিম পাচারকারীকে ১৭ টি বিভিন্ন প্রজাতির কাছিম সহ আটক করেন গলাচিপা বন বিভাগের বিএম মো: নাইম হোসেন খাঁন এবং Animal Lovers Of Patuakhali-ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এর গলাচিপা টিম লিডার সোহেল হোসেন রাসেল।
পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ নাছিম রেজা ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে অপরাধীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।
পরে উদ্ধারকৃত কাছিমগুলো সহকারী কমিশনার (ভূমি) এবং বন বিভাগের স্টাফ, সংগঠন এর সদস্য এবং মিডিয়াকর্মী এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করেন।