এবার শরীয়তপুরে যুবলীগ নেতার বাড়ীতে আ গু ন।
এম এ জব্বার:
শরিয়তপুর জেলার শখিপুর থানার চরভাগা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর দেওয়ান কান্দির দেওয়ান বাড়িতে যুবলীগ নেতা মোঃ মুনসুর দেওয়ানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৪ নভেম্বর দিবাগত রাত ১:২৮ মিনিটে এই ঘটনা ঘটেছে বলে জানান মুনসুর দেওয়ান। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ভুক্তভোগী যুবলীগ নেতা মুনসুর দেওয়ান দাবী করেন (৩৫-৪০ লক্ষ) টাকা মালামালের ক্ষতি হয়েছে, কিন্তু এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্র জানিয়েছেন, এই ঘরে মুনসুর এর পরিবারের কেউ বসবাস করে না তাঁরা বসবাস করেন পাশের আরেকটি রুম এ ।
সম্প্রতি ৫ আগষ্ট আওয়ামী সরকার পরিবর্তনের পরে রাজনৈতিক মামলার কারণে বাড়ি থেকে যুবলীগ এই নেতা পলাতক রয়েছে।
দূর্ণীতির সন্ধানের প্রতিবেদক মুঠোফোনে কথা বলেন, মুনসুর দেওয়ান এর সাথে। তিনি প্রতিবেদক কে জানান, নানা রকম মিথ্যা এবং হয়রানি মূলক মামলা দিয়েছে আমার নামে। রাজনৈতিক প্রতিহিংসার কারনেই আজ কে আমার এই অবস্থা। কুরুচি একটি মহল আমাকে এবং আমার পরিবার কে হত্যার উদ্দেশ্যে এই রকম ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
তিনি আরো বলেন, এই বিষয়ে খুব শীঘ্রই আমি মামলা করার প্রস্তুতি গ্রহণ করছি।
এ অগ্নিকান্ডের ঘটনায় ভেদেরগঞ্জ ফায়ার সার্ভিস এর ভারপ্রাপ্ত কর্মকর্তা, জি এম আমির হোসেন দূর্ণীতির সন্ধান’কে জানান, প্রায় ২ ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে আমরা সক্ষম হই। কিন্তু এই ঘটনায় কেউ আহত বা নিহত হয় নাই। আগুন এর সুত্রপাত কোথা হয়েছে তা এখনো নিশ্চিত করে তাঁরা কোনো কিছুই জানাতে পারেন নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে বলে জানান।