বাংলাদেশ অনলাইন তৃণমূল সাংবাদিক ফোরামের নতুন কমিটির চেয়ারম্যান মনির ও মহাসচিব শাওন।
বাংলাদেশ অনলাইন তৃণমূল সাংবাদিক ফোরাম (বিওটিএসএফ) এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৩ নভেম্বর ২০২৪) সকাল ১০ টায় ঢাকার যাত্রাবাড়ী সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে বার্তা প্রবাহ পত্রিকার সম্পাদক ও অনলাইন ই-ভোরের আওয়াজ-এর নির্বাহী সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজী’কে চেয়ারম্যান এবং দৈনিক দিনকাল পত্রিকা ও অনলাইন এফএনএফ-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মোঃ আল-আমিন শাওন’কে মহাসচিব করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
আংশিক কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, কো-চেয়ারম্যান মু. হারিসুর রহমান, এম. এ. গফুর মোল্লা, সিনিয়র ভাইস-চেয়ারম্যান ইসমাইল হোসেন স্বপন, ভাইস-চেয়ারম্যান ফাতেমা বেগম, মোঃ হেলাল উদ্দিন, মোঃ ওবায়েদুর রহমান সাইদ, মোঃ সেলিম মাহমুদ, কে এম আবুল হোসেন, মোঃ মতিউর রহমান সিকদার, মোঃ নুরুল হক খান, মোঃ আল আমিন ইসলাম, মোঃ কবির হোসেন সরকার, সওকত হোসেন মুকুল, মোঃ আফজাল হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব হামিদুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ শাহাগীর মৃধা, মোঃ আতিকুর রহমান, আহছান উল্যাহ, ফারজানা শারমিন, মোঃ কুতুব উদ্দিন, শাহ সাহিদ উদ্দিন, মোঃ আল ইমরান রুবেল, মোঃ কাজল, শাহনাজ হীরা, মামুনুর রশিদ রতন, বিলকিছ আক্তার, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সৈয়দা রোকসানা পারভীন রুবি, আব্দুল মমিন, কাজী মহিউদ্দিন মঈন, মোঃ ইসমাইল খান, নিহারেন্দু চক্রবর্তী, মোঃ শওকত আলী, অর্থ সম্পাদক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, দপ্তর মোঃ মেজবাহ উদ্দিন, প্রচার সম্পাদক সৈয়দ তাছনিম ইউসুফ রুপক, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোঃ শাহিন, নির্বাহী সদস্য সোহাগ সরদার, নির্বাহী সদস্য রায়হান ইসলাম।
এছাড়াও আগামী ১ মাসের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।
নতুন নেতৃবৃন্দ বলেন, অনলাইন সংবাদ মাধ্যমে সারাদেশে কর্মরত পেশাদার বিভিন্ন সাংবাদিকদের নিয়ে; সাংবাদিকদের মধ্যে আন্ত:সম্পর্ক বৃদ্ধির উদ্দেশ্যে এবং সাংবাদিকদের যে কোনো বিপদে তাঁদের পাশে দাঁড়ানোর প্রত্যাশায় “বাংলাদেশ অনলাইন তৃণমুল সাংবাদিক ফোরাম-(বিওটিএসএফ)”। সাংবাদিকদের কল্যাণ প্রত্যাশায় আমরা।
এদিকে, নতুন কমিটির নেতৃবৃন্দকে সারাদেশের বিভিন্ন সাংবাদিক সহ নানান শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে, নতুন নেতৃবৃন্দও সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।