করোনাভাইরাসের কারণে অসহায় রাজধানীর শ্রমজীবী ও খেটে খাওয়া গরিব মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিএনপির কাউন্সিলর প্রার্থীরা।
বৃহস্পতিবার ঢাকা উত্তরের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহমুদুল আলম মন্টু ও ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম কাজলের নেতৃত্বে পৃথক ওয়ার্ডগুলোতে অসহায় পরিবারদের মধ্যে এক সপ্তাহের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
উত্তর সিটির বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের তত্ত্বাবধানে এসব ত্রাণ বিতরণ পরিচালিত হয়ে আসছে। এর আগে উত্তর সিটির বেশ কয়েকটি ওয়ার্ডে অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।