সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৩ অপরাহ্ন

৬তলা ভবন থেকে লাফিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা

রিপোর্টারের নাম : / ৪৮ বার পঠিত
আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০, ৬:১৮ অপরাহ্ন

রাজধানীর মোহাম্মদপুর কাটাসুর এলাকায় ছয়তলা ভবন থেকে লাফিয়ে পড়ে তানজিনা (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
তানজিনা দুই সন্তান ও স্বামী আরিফ উল্লাহকে নিয়ে মোহাম্মদপুর কাটাসুর রোডের একটি ছয়তলা ভবনের চার তলায় ভাড়া থাকতেন।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম জানান, এ ঘটনার সময় তানজিলার স্বামী কর্মস্থলে ছিলেন। তিনি মতিঝিলে ব্যবসা করেন। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি তানজিলা ওই ভবনের ছয়তলায় সামনের দিক থেকে লাফিয়ে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তানজিলাকে দ্রুত উদ্ধার করে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Theme Design By Shahidul Islam