বেশি দিন থাকতে পারবে না সরকার : গয়েশ্বর
দূর্নীতিির সন্ধান ডেস্ক
বেশি দিন থাকতে পারবে না সরকার এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে (২৫ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতান্ত্রিক বিশ্বেও ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করেছে। দমন-পীড়ন করে বিএনপির আন্দোলন দমানো যাবে না।
তিনি আরো বলেন, বাংলাদেশের মালিক ভারত, চীন, আর রাশিয়া নয়। তারা কি বলল তাকে বাংলাদেশের জনগণের কিছু আসে যায় না।
তিনি বলেন, দেশে দিন দিন গরীবের সংখ্যা বাড়ছে, অন্যদিকে কিছু লোক জনগণের টাকা বিদেশে পাচার করছে।